1. shahalom.socio@gmail.com : admin :
  2. mshc@hotmail.co.uk : ইউকে বিডি২৪ : ইউকে বিডি২৪
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
নোটিশঃ
#ঘরে_থাকুন, নিরাপদ থাকুন! নিয়মিত হাত পরিষ্কার করুন, অন্যের সংস্পর্শ এড়িয়ে চলুন, সচেতন থাকুন।

‘অন্য রকম’ আচরণের অভিযোগে হোস্টেল থেকে ছাত্রীকে বহিষ্কার

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬২৯ বার পড়া হয়েছে

স্নাতক পর্যায়ের এক ছাত্রীকে হোস্টেল থেকে বহিষ্কার করেছে ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মহিলা মহাবিদ্যালয় কর্তৃপক্ষ। সেই ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ, হোস্টেলের অন্য ছাত্রীদের সঙ্গে ‘অন্য রকম’ আচরণ করতেন তিনি। শুধু তাই নয়, বান্ধবী ও শিক্ষিকাদের সঙ্গেও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মহিলা মহাবিদ্যালয়ের শৃঙ্খলারক্ষা কমিটির চিফ কোঅর্ডিনেটর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নীলম আত্রি জানান, সেই ছাত্রীর বিরুদ্ধে হোস্টেলের ১৬ জন ছাত্রী তার কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন। ছাত্রীদের অভিযোগ, ওই ছাত্রী তাঁদের রীতিমতো উত্যক্ত করতেন। ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। এমনকি তার চাহিদা পূরণ না করলে আত্মহত্যা করারও হুমকি দেন।

কলেজেরই অন্য আরেক শিক্ষক জানিয়েছেন, সমকামিতার জন্য ওই ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে, এটা ঠিক নয়। তবে ধৈর্য্য না হারিয়ে বিষয়টি নিজেদের মধ্যে মিটমাট করে নিতেও বলা হয়েছিল ছাত্রীদের। কিন্তু তাতেও সমস্যার সমাধান না হওয়ায় হস্টেলের শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

About Author

শেয়ার করুন

Facebook Comments

আরো সংবাদ পড়ুন