ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়টির সহ-উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানকে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদ তাকে এ দায়িত্ব দেন।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টির সহ-উপাচার্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামানকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্প্রতি ঢাবি সিনেটের ‘বিতর্কিত’ বৈঠকে যে তিনজনের উপাচার্য প্যানেল করা হয় তাতে অধ্যাপক মো. আখতারুজ্জামানের নাম নেই। তবে সিনেটের এই বৈঠকের বৈধতা নিয়ে কয়েকজন রেজিস্টার্ড গ্রাজুয়েটের করা মামলা উচ্চ আদালতে বিচারাধীন। এর মধ্যেই ভারপ্রাপ্ত উপাচার্য নিয়োগ দেয়া হলো।
সিনেট বৈঠকে যে তিনজনের উপাচার্য প্যানেল করা তাদের মধ্যে রয়েছেন আ আ ম স আরেফিন সিদ্দিক, কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন এবং বিজ্ঞান অনুষদের ডিন ও আওয়ামীপন্থী নীল দলের আহ্বায়ক আবদুর আজিজ।
Facebook Comments