তিনি সোমবার বিএনপির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি আয়োজিত দুদিন ব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি দিলদার হোসেন সেলিম। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি আবুল কাহির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলী আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আব্দুল গাফফার, সহ-সভাপতি শাহজামাল নুরুল হুদা, একেএম তারেক কালাম, মোতাহির আলী চেয়ারম্যান, জেলা উপদেষ্ঠা নজরুল ইসলাম ময়ুর, জেলা ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম ও শামীম আহমদ প্রমুখ। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি সাদিকুর রহমান।
Facebook Comments