1. shahalom.socio@gmail.com : admin :
  2. mshc@hotmail.co.uk : ইউকে বিডি২৪ : ইউকে বিডি২৪
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
নোটিশঃ
#ঘরে_থাকুন, নিরাপদ থাকুন! নিয়মিত হাত পরিষ্কার করুন, অন্যের সংস্পর্শ এড়িয়ে চলুন, সচেতন থাকুন।

বলিউডের প্রাক্তন প্রেমিক-প্রেমিকাদের ‘পুনর্মিলনী’

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি একসময় অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। এ জুটির প্রেমের ব্যপ্তিকাল ছিল দীর্ঘ পাঁচ বছর। তাদের প্রেম ভেঙেছে বেশ আগে। কিন্তু সেই দুই প্রাক্তন প্রেমিক-প্রেমিকা দুবাইয়ে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন।

হৃতিক রোশানের প্রাক্তন স্ত্রী সুজান খান তার ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ছবি শেয়ার করেছেন। সেখানে উদয় চোপড়া ও নার্গিস ফাখরিকে একসঙ্গে দেখা যায়। দুজনকে একই ট্রিপে দেখে অবাক হয়েছেন ভক্তরা। একজন রেডিট ব্যবহারকারী ছবিটি শেয়ার করেছেন। তাতে একজন লেখেন, “উদয় এবং নার্গিসকে একই ট্রিপে দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি। এ তো প্রাক্তনদের পুনর্মিলন।”

সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর হৃতিক রোশান গায়িকা সাবা আজাদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছে। এ খবর কারো অজানা নয়। প্রেমের আদরে-চাদরে মাখামাখি করে ছবি দিতেও পিছপা হন না তারা।

দুবাই ট্রিপে হৃতিকের দুই ছেলের পাশাপাশি সুজানও রয়েছেন। কেবল তাই নয়, সুজান খান অভিনেতা আর্সলান গোনির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। তিনিও যেমন দুবাই ট্রিপে রয়েছেন, তেমনি হৃতিকের বর্তমান প্রেমিকা সাবা আজাদও সঙ্গে রয়েছেন।

বিনোদন/আবির

About Author

শেয়ার করুন

Facebook Comments

আরো সংবাদ পড়ুন