1. shahalom.socio@gmail.com : admin :
  2. mshc@hotmail.co.uk : ইউকে বিডি২৪ : ইউকে বিডি২৪
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
নোটিশঃ
#ঘরে_থাকুন, নিরাপদ থাকুন! নিয়মিত হাত পরিষ্কার করুন, অন্যের সংস্পর্শ এড়িয়ে চলুন, সচেতন থাকুন।

একই পরিবারের তিন জনকে কুপিয়ে জখম, প্রাণ গেলো একজনের

  • আপডেট করা হয়েছে শনিবার, ১ জুন, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে পারিবারিক বিরোধের জেরে একই পরিবারের তিন জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাহফুজুর রহমান (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নতুন স্টেডিয়াম রোডে বিকনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোস্তফা হাওলাদার নামে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকনা এলাকার আমির আলী হাওলাদারের সঙ্গে প্রতিবেশী আজিজ হাওলাদারের ছেলে কবির হাওলাদার, মনির হাওলাদার ও সাদ্দাম হাওলাদারের পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আমির আলী, তার স্ত্রী ফিরোজা বেগম ও ছেলে মাহফুজুর রহমানকে কুপিয়ে জখম করা হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে চিকিৎসক মাহফুজুর রহমানকে মৃত ঘোষণা করেন। এছাড়া, উন্নত চিকিৎসার জন্য তার মা-বাবাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধের জেরে তিন জনকে কুপিয়ে জখম করা হয়েছে। এর মধ্যে, একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সারাদেশ/আবির

About Author

শেয়ার করুন

Facebook Comments

আরো সংবাদ পড়ুন