লন্ডন থেকে জুবায়ের আহমদঃ
আজ ২১ আগস্ট। বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার সন্ত্রাস বিরোধী সমাবেশে ২০০৪ সনের ২১ আগস্ট সংগঠিত গ্রেনেড হামলার দিন। এই দিনের শহীদদের স্মরণে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে পূর্ব লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহিবুর রহমান মানিক এমপি ।অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন , অধ্যাপক এম এ হাশেম,শামসুদ্দিন আহমদ মাস্টার , যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, লন্ডন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ,যুবলীগ সাধারণ সম্পাদক সেলিম খাঁন, যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছায়াদ আহমদ সাদ, যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগের কার্যকরী সভাপতি এডভোকেট শামসুল হক চৌধুরী, ছাত্রলীগের সহ সভাপতি জাকির হোসেন, সারোয়ার কবির প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে বাঙালি জাতিকে ধংস করার চেষ্টা করেছিলো। কিন্তু সেদিন ভাগ্যক্রমে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে যান। ১৫ আগস্টের ঘাতকরাই ২১ আগস্টে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে আবারও হত্যা করতে চেয়েছিলো। বক্তারা অবিলম্বে ঘাতকদের শাস্তির দাবি জানান।
Facebook Comments