সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘মুরারিচাঁদ কবিতা পরিষদ’ এর ১১-তম কার্যনির্বাহী (২০২৩-২৪) কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি।
বৃহস্পতিবার (১২-ই অক্টোবর) বন্ধুপ্রতিম সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদের নবগঠিত কার্যকরী কমিটির সকলকে (মুকপ) অফিস কক্ষে সংগঠনটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফ আহমেদ, সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিন মুনাঈম, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক লবীব আহমদ, কোষাধ্যক্ষ রাজীব হোসাইন, রিপোর্টার্স ইউনিটির সদস্য শ্রাবণী তালুকদার নীতি, মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি হাসনাত জাহান তহবিলদার সুমনা, সাধারণ সম্পাদক মইনুল হাসান আবির, কবিতা পরিষদের সহ-সাংগঠনিক আহমদ হাসান মান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলাদ আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈমুল ইসলাম গুলজার, কার্যনির্বাহী সদস্য সানজিদা রশিদ, সদস্য অনুশুয়া অতসী।
এছাড়া এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ও মুরারিচাঁদ কবিতা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments