সেপ্টেম্বরেই আসছে আন্তর্জাতিক সৃজনশীল লুইমেনেন্স (ম্যাগাজিন) এর সূচনা-সংস্করণ। সারা বিশ্বের লেখকদের পাঠানো নির্বাচিত সৃজনশীল লেখাগুলো নিয়ে প্রকাশিতব্য এই ইংরেজি ম্যাগাজিনটি সম্পাদনা করছেন মাল্টি সামুস, মাইকেল হিসলপ, পারভেজ হুসেন তালুকদার সহ আরও অনেকেই।
ম্যাগাজিনটা প্রকাশ করছে আন্তর্জাতিক সাহিত্য সংস্থা কে.কে.আই (বাংলায়: কাব্য কিশোর আন্তর্জাতিক)। যা ২০২০ সালে অনলাইন সাহিত্য পত্রিকা হিসেবে পারভেজ হুসেন তালুকদার কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ২০২২ সালে আন্তর্জাতিক প্রকাশনা যাত্রা শুরু করেছিল।
সাহিত্য/আবির
Facebook Comments