স্টাফ রিপোর্টঃ
দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে দীর্ঘদিন থেকে সুনামের সহিত আর্থসামজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দিরাই-শাল্লা এসোসিয়েশন ইউকে দিরাই শাল্লার বেকারত্ব দুরীকরনে কর্মমুখি শিক্ষা বিস্তারে কম্পিউটার প্রশিক্ষন দিয়ে যাচ্ছে।
১৭ অক্টোবর, সোমবার। দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে সংগঠনের দানশীল ব্যক্তিগনের আর্থিক সহায়তায় বেকার শিক্ষার্থী এবং যুবক যুবতী ছেলে-মেয়েদের ফ্রিতে কম্পিউটার ট্রেনিং দিয়ে আসছে আজ তা পরিদর্শন করেন অত্র সংগঠন এর সাবেক সভাপতি ডক্টর সামছুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠান এর শিক্ষক বৃন্দ, সংবাদ কর্মী মোশাহিদ সর্দার, ফারুক মিয়া চৌধুরী, জুয়েল সর্দার, আদম আলী, আবাবুর মিয়া, মহিবুর মুন্না, মকবুল হোসেন এ্হসানুল হক জুয়েল , মেহেদী হাসান চৌধুরী, রিপন মিয়া প্রমুখ।
সিলেট/আবির
Facebook Comments