সিলেট নগরীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন নিহত হয়েছেন। বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার আলমপুরে এ দুর্ঘটনা ঘটে। এসময় বাইসাইকেল চালক রুবেল মিয়া (২৯) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
নিহত রুবেল মিয়া সিলেট এসএমপি’র কোতোয়ালি মডেল থানার ঝেরঝেরী পাড়া এভারগ্রীন ৬৩ নং বাসার লায়েক মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ওসি মো. শামসুদ্দোহা বলেন, সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার আলমপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন বাই সাইকেল চালক আরোহী নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এবং কাভার্ড ভ্যান আটক করে থানায় নিয়ে আসা হয়েছে
Facebook Comments