1. shahalom.socio@gmail.com : admin :
  2. mshc@hotmail.co.uk : ইউকে বিডি২৪ : ইউকে বিডি২৪
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
নোটিশঃ
#ঘরে_থাকুন, নিরাপদ থাকুন! নিয়মিত হাত পরিষ্কার করুন, অন্যের সংস্পর্শ এড়িয়ে চলুন, সচেতন থাকুন।

‘দুদকের যথেষ্ট ক্ষমতা আছে’

  • আপডেট করা হয়েছে সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩১৩ বার পড়া হয়েছে

বর্তমানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) যথেষ্ট ক্ষমতা আছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সোমবার (৮ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।
দুদকের চেয়ারম‌্যান বলেন, ‘দুদকের নক-দাঁত নেই সেটি অনেক পুরাতন ও প্রাচীন কথা। এটি এখন আর নেই। দুদক যথেষ্ট ক্ষমতাশালী প্রতিষ্ঠান। যথেষ্ট ক্ষমতা রয়েছে।’

তিনি বলেন, ‘দুদকের সফলতা যদি কিছু থেকে থাকে তাহলে জনগণ, সুশীল সমাজ, এনজিও সবাই বিচার করবে। হয়তো আমরা অনেক কিছুই করতে পারিনি। কিন্তু আমরা চেষ্টা করেছি। এই চেষ্টার যদি কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটি আমার।’

উল্লেখ্য, বিসিএস ১৯৮১ ব্যাচের কর্মকর্তা ইকবাল মাহমুদ ২০১৬ সালের ১০ মার্চ দুদক চেয়ারম্যান হিসাবে তৎকালীন চেয়ারম্যান মো. বদিউজ্জামানের স্থলাভিষিক্ত হন। দুদকের চতুর্থ চেয়ারম্যান হিসাবে মঙ্গলবার (৯ মার্চ) তার মেয়াদ শেষ হবে।
সূত্র: রাইজিংবিডি.কম

About Author

শেয়ার করুন

Facebook Comments

আরো সংবাদ পড়ুন