1. shahalom.socio@gmail.com : admin :
  2. mshc@hotmail.co.uk : ইউকে বিডি২৪ : ইউকে বিডি২৪
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
নোটিশঃ
#ঘরে_থাকুন, নিরাপদ থাকুন! নিয়মিত হাত পরিষ্কার করুন, অন্যের সংস্পর্শ এড়িয়ে চলুন, সচেতন থাকুন।

দেশব্যাপী আনন্দ উদযাপন করবে পুলিশ

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ২৯৯ বার পড়া হয়েছে

আইজিপি ড. বেনজীর আহ‌মেদ বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত সুপারিশ পাওয়ায় দেশব্যাপী আনন্দ উদযাপান করবে পুলিশ। আগামী ৭ মার্চ বিকেল ৩টা থেকে দেশের ৬৬০টি থানায় একযোগে এ কর্মসূচি শুরু হবে।

শুক্রবার সকা‌লে ঢাকা রাজারবাগ পু‌লিশ অডি‌টো‌রিয়ামে আ‌য়ো‌জিত সংবাদ স‌ম্মেল‌নে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘গত মাসের ২৬ তারিখে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি ও ৭ মার্চের ঐতিহাসিক ভাষনের দিনটিতে দেশব্যাপী আনন্দ উদযাপন করবে পুলিশ।’

তিনি আরও বলেন, ‘দিনটি দেশের ৬৬০টি থানায় বিকেল ৩টায় একযোগে উদযাপন করা হবে। দেশের সব থানার বাইরে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হবে, মিষ্টি বিতরণ করা হবে। স্বাস্থ্যবিধি মেনে সবাই এসব অনুষ্ঠানে যোগ দেবে। অনুষ্ঠানে পুলিশ সদস্য ছাড়াও স্থানীয় জনপ্রশাসনসহ নেতৃবৃন্দ থাকবে।’

বেনজীর আহ‌মেদ বলেন, ‘আমি সবাইকে হাত ধুয়ে, মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে অংশগ্রহণ করার অনুরোধ করছি।’

সূত্র: বাংলাদেশ জার্নাল

About Author

শেয়ার করুন

Facebook Comments

আরো সংবাদ পড়ুন