দিরাই থানা গ্রুপের DTG’র পক্ষ থেকে
হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রবীণ
শিক্ষক প্রসেন বাবুকে চিকিৎসা
সেবার জন্য,
আর্থিক সহযোগিতা প্রদান
করা হয়!
উক্ত আর্থিক সহায়তা প্রদানে উপস্থিত ছিলেন, দিরাই থানা গ্রুপ DTG’র সহ- সভাপতি রোমান হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ, প্রচার সম্পাদক ইমন খাঁন, সদস্য সুফিয়ান সর্দার মিলাদ এবং সম্মানিত অথিতি বৃন্দ।
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য!
সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই!!
মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনও মন্দির কাবা নাই!!
আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে,
সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে!!
আমাদের সবার পক্ষে মহৎ কাজ করা সম্ভব হয়’না,
তবে চাইলেই মহৎ ভালবাসা দিয়ে আমরাছোট ছোট কাজ করতে পারি!!
যে ব্যাক্তি মানুষেকে দয়া করে না,
আল্লাহ তায়ালা তাহার উপর রহমত বর্ষণ করেন না!!
বেঁচে থাকুক মানবতা,
জয় হোক মানবতার!!!
Facebook Comments