1. shahalom.socio@gmail.com : admin :
  2. mshc@hotmail.co.uk : ইউকে বিডি২৪ : ইউকে বিডি২৪
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
নোটিশঃ
#ঘরে_থাকুন, নিরাপদ থাকুন! নিয়মিত হাত পরিষ্কার করুন, অন্যের সংস্পর্শ এড়িয়ে চলুন, সচেতন থাকুন।

পঞ্চগ্রাম ক্রীড়াচক্রের আত্মপ্রকাশ

  • আপডেট করা হয়েছে শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ১৫৩১ বার পড়া হয়েছে

21.08.2020 ইংরেজি তারিখে, দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পাচঁ গ্রামের তথা (পুকিডহর,দৌলতপুর,ছয়হারা নগদিপুর,কাউয়াজুরীও বড় নগদিপুর) প্রবাসীদের যৌথ উদ্যোগে বাংলাদেশে অবস্থানরথ পাচঁ গ্রামের মানুষের খেলাধূলার মান উন্নয়ন,ভাতৃত্ববোধএবং পারষ্পারিক সহযোগিতা সমুন্নত রাখার লক্ষ্যে ? পঞ্চগ্রাম ক্রীড়াচক্র?নামে একটি ক্রীড়া সংগঠনের নাম ঘোষণা করা হয় এবং সেই সাথে সংগঠনটি সুন্দর, শৃংখলা ও শান্তিপুর্ন ভাবে পরিচালনা করার জন্য একটি প্রবাসী আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

সম্মানিত আহবায়ক কমিটির সদস্য বৃন্দ হলেন।

ফারুক আহমেদ (ফিরুক).মাসুক মিয়া, রেদুয়ান আহমেদ (রেজু).এনামুল হক চৌধুরী, উসমান খানঁ, সেজলু মিয়া ।এমদাদুল হক।বিল্লাল মিয়া।মামুন মিয়া আবুল হাসনাত, এনামুল হক(জনি)। শামীম আহমেদ (বকুল)।মামুনুর রশীদ।সুহেল আহমেদ ।মাসুদ আহমেদ।জহির মিয়া।নবীন হুসেইন।রুবেল আহমেদ।আলফাজ উদ্দিন।বদরুল আমিন।শাহ আলম।রুহেল মিয়া।সুহেল মিয়া।লায়েক হুসেইন।ছুনু মিয়া।আ ঃ করিম।ফখরুল ইসলাম।জাহাঙ্গীর আলম।মখছু আহমেদ।জামিল হক।মিছলু হাসান।ছাদিক মিয়া।ফরহাদ মিয়া।জিয়াউল হক চৌ।আজিজুল হক চৌ।নাছির উদ্দিন মির্জা।সহিদুর রহমান।পপলু হাসান।ইসলাম খানঁ।শরীফ হাসান।রবিউল হাসান।ফজল সর্দার।সাজন মিয়া।মিজান।জুনায়েদ আহমেদ।রুবেল মিয়া।মুসা খানঁ। আলী রাজা । মাহমুদ পপলু।উজ্জল মিয়া।শাহজাহান খানঁ।আব্দুল হামিদ।সবুজ মিয়া।সুফি মিয়া।আমীর খান।সেখুল ইসলাম।মিলন।মাসুদ। রুপন মিয়া।রুহুল আমিন রঞ্জু ।আলীনুর।নুর ইসলাম।আমীরুল ইসলাম।আনুয়ার হুসেইন।আমিরুল আহমেদ। মোঃ ইসলাম।রহমান খানঁ।এমরান খান।মস্তাক মিয়া।কবির মিয়া।নাজু মিয়া।এহসানুল হক(রাজ)।নজরুল ইসলাম।আসরাফ হুসেইন।হাবিজ মিয়া।মইনুল হক। আবুল কালাম।আ মতিন।।দেলুয়ার হুসেইন বাবলু।সামসু মিয়া।ইউসুফ আলী ইমন। বুলবুল হুসেইন ।মোঃ আলীবুর। আমীর উদ্দিন ।লিয়াকত আলী।নাঈম আহমেদ।মিটু মিয়া।রুমন মিয়া।রসিক মিয়া।সুজন বেগ।হেলাল মিয়া।সুমন মিয়া।আজিজুল হক ।আব্দুর নুর। প্রমুখও।

About Author

শেয়ার করুন

Facebook Comments

আরো সংবাদ পড়ুন