আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দিরাই-শাল্লাবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগের কার্যকরী-সভাপতি, বিশিষ্ট শিক্ষাবীদ ও সমাজসেবক ডক্টর মোঃ সামছুল হক চৌধুরী এক শুভেচ্ছা বার্তায় ড. সামছুল হক চৌধুরী বলেন,
আত্মত্যাগের মহিমায় পরিশুদ্ধ হওয়ার মহোৎসব ঈদুল আযহা বয়ে আনুক অনাবিল শান্তি। দুর হয়ে যাক মানুষে–মানুষে বিভেদ। কিছু মুর্হুতের জন্য হলেও থমকে যাক সকল রাগ–অনুরাগ কুপমন্ডুকতা। নির্বাসিত হোক সকল আধাঁর, আলোয় আলোকময় হোক পৃথিবী
Facebook Comments