রচনা প্রতিযোগিতা-২০২০ ইং
কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ!
বিষয়ঃআগামী স্থানীয় নির্বাচনে জনপ্রতিনিধি ও আমাদের করণীয়.
সকলের ঐক্য সেবাই মোদের লক্ষ্য এ শ্লোগানকে সামনে রেখে সামাজিক কার্যক্রমের পাশাপাশি একদল কলম সৈনিক তৈরী করার লক্ষ্যে রচনা প্রতিযোগিতার উদ্দোগ গ্রহন করেছে আপনাদের জনপ্রিয় ফেইসবুক ভিত্তিক সামাজিক সংগঠন”কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ!
একটি জাতির কল্যাণ-অকল্যাণ তথা শান্তি-শৃংখলা, গতি-প্রকৃতি, উন্নয়ন- ইত্যাদি অনেকটাই নির্ভর করে সে জাতি কাদেরকে তাদের সেবক হিসেবে নির্বাচিত করেছে তার উপর!
স্থানীয় নির্বাচনের গুরুত্ব অপরিসীম, এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন,যোগাযোগ, শিক্ষা, কৃষি ও সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখে!
সূতরাং,দেশের প্রতিটি নাগরিকের কর্তব্য হলো যথাসম্ভব সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে দেশকে কল্যাণের দিকে নিয়ে যাওয়া। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজস্ব মতামত প্রতিফলিত করে সে দায়িত্বের একটা অংশ বাস্তবায়ন করা যায়!
তাই অবহেলিত অনুন্নত আমাদের ভাটি এলাকার উন্নয়ন কল্পে আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের উদ্দোগে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে!
রচনা প্রতিযোগিতার বিষয় হলোঃ—
বিষয়ঃআগামী স্থানীয় নির্বাচনে জনপ্রতিনিধি ও আমাদের করণীয়.
সুপ্রিয় সাহিত্যিক ও কলম সৈনিকেরা আমরা আশা করছি আপনাদের শানিত কলমের ডগায় তুলে ধরবেন স্থানীয় জনপ্রতিনিধি কেমন হওয়া চাই এবং ভোটারের করনীয় কি?
আপনারা যারা উক্ত প্রতিযোগিতার কথা জানতে পারলেন আপনারাতো অংশগ্রহণ করবেনই সেই সাথে আপনার যে সকল বন্ধু বান্ধব, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদেরকেও অংশগ্রহণে উৎসাহিত করবেন বলে আশাবাদী.
উক্ত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণে আপনার বিজয়ের নতুন ধার উন্মোচিত হতে পারে!
এবারের রচনা প্রতিযোগিতার বিষয়ঃ আগামী স্থানীয় নির্বাচনে জনপ্রতিনিধি ও আমাদের করণীয়.
®নিয়মাবলী =
?আগামী১০ই জুলাই ২০২০ইং রাত ৮ ঘটিকা থেকে ১০ ঘটিকার মধ্যে “কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপে” পোস্ট করতে হবে।
?১০ঘটিকার পর কারও পোস্ট Aprove করা হবে না।
?কেউ কারো পোস্ট যাতে কপি করতে না পারেন,সে জন্য একই সাথে সবার রচনা প্রতিযোগিতার পোস্ট Approve করা হবে।
? রচনার সাথে মিল রেখে চিত্র দেওয়ার সুযোগ থাকলে দিতে পারেন।
?অবশ্যই রচনার উপরে “কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ” উল্ল্যেখ করতে হবে।
? বিদেশে থেকেও প্রবাসীরা অংশগ্রহণ করতে পারবেন।
?প্রবাসীদের মধ্য থেকে কেউ বিজয়ী হলে দেশে অবস্থানরত বিজয়ীর মনোনীত যে কারো হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
? “কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের উপদেষ্টাবৃন্দ ও পরিচালনা পর্ষদ কেউই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
?বিজয়ীর নাম নির্বাচন করার পর “‘কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের পক্ষ থেকে নিউজ পোর্টালে বিজয়ীর নাম ছবিসহ অভিনন্দন স্বরুপ জানানো হবে।
?সর্বক্ষেত্রেই কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
✌রচনা প্রতিযোগিতায় তিনজনকে বিজয়ী ঘোষণা করা হবে.
?প্রথমস্থান অধিকারকারী পাবেন পাঁচ হাজার টাকা!
?দ্বিতীয়স্থান অধিকারকারী পাবেন তিন হাজার টাকা!
?তৃতীয়স্থান অধিকারকারী পাবেন দুই হাজার টাকা!
?বিজয়ীর ছবিসহ সম্মাননা ক্রেষ্ট.
✌আনুষ্ঠানিক ভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে!
আয়োজনেঃ কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ!
Facebook Comments