সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমীকলীগের কার্যকরি সভাপতি ড. সামছুল হক চৌধুরী । তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এক শোক বার্তায় ড. সামছুল হক চৌধুরী বলেন, গণমানুষের নেতা মোহাম্মদ নাসিম সাহেব পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় দেশ একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো। উনার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য পুত্র মোহাম্মদ নাসিম এদেশের রাজনীতিতে যে অবদান রেখেছেন তা বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।
ড. সামছুল হক চৌধুরী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
Notifications
Facebook Comments