সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক হরমুজ আলী মাস্টারসাহেব এর ৫ম মৃত্যুবার্ষিকীতে একটি স্মৃতি স্মরণিকা বের করার উদ্যোগ গ্রহণ করেছেন মরহুম হরমুজ আলী মাস্টার সাহেবের সুযোগ্য সন্তান ১) ছালেহ আহমদ, ২) আলী আহমদ, ৩) জুবায়ের আহমদ, ৪) এবং এডভোকেট শুয়াইব আহমদ।
সন্তানদের বিশ্বাস তাদের মরহুম পিতার সাথে অনেকেরই সুমধুর সম্পর্ক বিদ্যমান ছিল। উক্ত স্মরণিকায় আপনার/আপনাদের একটি মূল্যবান স্মৃতি চারণ তাদের এই উদ্যোগ কে স্বার্থক রূপ ধারণে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন। স্মৃতি স্মরণিকাতে লিখা আগামী ১৫ ই জুনের মধ্যে jubayergbnews@yahoo.co.uk এই ঠিকানায় পাঠাতে সন্তানদের পক্ষ থেকে অনুরুধ করা হয়েছে।
Facebook Comments