জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনন্য সাধারণ সৃজন-প্রতিভার অবদানে বাংলা সাহিত্য, সংগীত, সমাজ ও সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে। আর এই নজরুল সংগীতের বাণী ও সুরের মূর্ছনায় দর্শকদের আবার ও মোহিত করতে যুক্তরাজ্যের স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় ১১ই জ্যৈষ্ঠ ১৪২৪ কবি কাজী নজরুল ইসলামের ১১৮ তম জন্মজয়ন্তিকে সামনে রেখে নজরুল পরিষদের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান “মহা প্রলয়ের নটরাজ” সোমবার’ পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট অনুষ্ঠিত হয়ে গেলা।সঙ্গীত পরিবেশন করলেন , এরশাদ আলমগীর, সাদিয়া আফরোজ চৌধুরী, ফারজানা শিফাত সপ্না, নাজমুন নাহার তন্বী এবং অমিত দে । নৃত্য পরিবেশনায় ছিলেন সাবিরা সুলতানা সোনিয়া। সেঁতারে ছিলেন মেহবুব নাদিম, তবলাতে সাগর, কি বোর্ডে অমিত দে। উপস্থাপনায় সাজিয়া আফরিন চৌধুরী এবং অপূর্ব। মঞ্চ নির্মাণে সাজিয়া , মোমিন। আলোকসজ্জায় ছিলেন মিঠু আজাদ। সাউন্ড ছিলেন তালাত মাহমুদ গুড্ডু।ক্যামেরায় ছিলেন রাশেদ এবং আলম।
Facebook Comments