1. shahalom.socio@gmail.com : admin :
  2. mshc@hotmail.co.uk : ইউকে বিডি২৪ : ইউকে বিডি২৪
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
নোটিশঃ
#ঘরে_থাকুন, নিরাপদ থাকুন! নিয়মিত হাত পরিষ্কার করুন, অন্যের সংস্পর্শ এড়িয়ে চলুন, সচেতন থাকুন।

নিউইয়র্কে ব্যতিক্রমী হুমায়ূন মেলা

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭৫৪ বার পড়া হয়েছে

প্রিয় লেখকের নামে মেলার আয়োজন করে প্রয়াত কথাসাহিত্যক হুমায়ূন আহমেদকে স্মরণ করলেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় রবিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্কে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ব্যতিক্রমী এই মেলার উদ্বোধন করেন হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এসময় উপস্থিত ছিলেন মেলার প্রধান অতিথি জনপ্রিয় লেখক ও কলামিস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক মঞ্জুরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, হুমায়ূন আহমেদ একজন উঁচুমাপের লেখক ছিলেন। তাকে কখনো ভোলা যায় না। তিনি মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। তিনি বলেন, হুমায়ূন আহমেদ আমার সহকর্মী ছিলেন। আজকের এই মেলায় আমরা হুমায়ূন আহমেদকে পাবো, হিমুকে পাবো এবং মিসির আলীকেও পাবো।

মেহের আফরোজ শাওন বলেন, আজ থেকে প্রায় ৫ বছর আগে নিউইয়র্কে এসেছিলাম আপনাদের প্রিয় লেখক হুমায়ূন আহমেদকে নিয়ে। এই নিউইয়র্কে তার অনেক স্মৃতি। এখানে তিনি তার জীবনের অনেক কঠিন সময় এবং আনন্দময় দিন কাটিয়েছেন। আজকে আমার ভালো লাগছে হুমায়ূন আহমেদের প্রতি আপনাদের ভালোবাসা দেখে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী সেলিম চৌধুরী, দিলরুবা খান, চন্দনা মজুমদার, রিজিয়া পারভীন, অন্য প্রকাশনীর তানজীনা রহমান, নিউইয়র্কের প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মেলার আয়োজক শো টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম প্রমুখ।

হুমায়ূন আহমেদের শিশুপুত্র নিশাদ অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানিয়ে তার বাবার জন্য দোয়া কামনা করেন।

মেলায় ‘হুমায়ূন আহমেদের সাহিত্যে মধ্যবিত্তের জীবন’ নিয়ে সেমিনারে বক্তব্য দেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, মেহের আফরোজ শাওন, ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, সাপ্তাহিক বাঙালীর সম্পাদক কৌশিক আহমেদ, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, হুমায়ূন আহমেদের বন্ধু ফানসু মন্ডল প্রমুখ।

About Author

শেয়ার করুন

Facebook Comments

আরো সংবাদ পড়ুন