হুইলচেয়ারে করে রোববার (১৪ মার্চ) থেকেই বিধানসভা নির্বাচনের প্রচারণায় নামছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি প্রচারণা চালাবেন দূর্গাপুরে। এই সফর শেষেই আগামী ১৭ মার্চ দলের ইশতেহার প্রকাশ করবেন মমতা।
শুক্রবার (১২ মার্চ) আহত হওয়ার ৪৮ ঘণ্টা পর হাসপাতাল ছাড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মুখ্যমন্ত্রী মমতার পায়ে চোট পাওয়া নিয়ে নির্বাচন কমিশনে দ্বিতীয় দফা রিপোর্ট জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস।
এর আগে বুধবার (১০ মার্চ) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদেনীপুরের নন্দীগ্রামে নির্বাচনী জনসংযোগ করার সময় পায়ে চোট পাওয়ার ঘটনা নিয়ে শুধু পশ্চিমবঙ্গের রাজনীতি নয়, ভারতের জাতীয় রাজনীতিও সরগরম হয়ে উঠেছে। মমতার ওপর হামলা নাকি নিছক দুর্ঘটনা সেটি তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন তেজস্বী যাদব, স্টেলিন থেকে অরবিন্দ কেজরিওয়ালারা।
বিজেপি শুরু থেকেই বিষয়টি নিয়ে রাজনীতি না করার ঘোষণা দিলেও, দলটির নেতারা প্রথম দিকে মমতার হামলার অভিযোগকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছেন। তবে এই তীব্র বির্তকের আগুনে অবশেষে জল ঢেলে দিল মমতার প্রশাসন। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়া তদন্ত কমিটি জানাল, এটা একটা দুর্ঘটনা।
এদিকে আগামী ১৮, ২০ ও ২৪ মার্চ যথাক্রমে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, খড়গপুর আর কাঁথিতে নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভাগুলোতে বেশ কয়েকজন তৃণমূল সংসদ সদস্য, বিধায়ক ও নেতাকে বিজেপিতে যোগ দিতে দেখা যেতে পারে।
ভারতের যে কোনো নির্বাচনে ভোটের প্রচারে বৈচিত্র্য দেখা যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। কলকাতার দক্ষিণের আসন কসবাতে গতকাল শনিবার তৃণমূলের প্রার্থীকে দেখা যায় গরুর গাড়িতে করে প্রচারণা চালাতে। রোববার ঘোষণা হতে পারে নির্বাচনী ইশতেহার।
সূত্র: এবিপি
Facebook Comments