1. shahalom.socio@gmail.com : admin :
  2. mshc@hotmail.co.uk : ইউকে বিডি২৪ : ইউকে বিডি২৪
  3. : :
  4. zufgvwrswv@bqocm.com : i30snk19ry cja1ten1jc : i30snk19ry cja1ten1jc
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন
নোটিশঃ
#ঘরে_থাকুন, নিরাপদ থাকুন! নিয়মিত হাত পরিষ্কার করুন, অন্যের সংস্পর্শ এড়িয়ে চলুন, সচেতন থাকুন।

হারভেস্টারে কৃষকের সাথে ধান কাটলেন ভাটি বাংলার মাটি ও মানুষের প্রিয় নেতা ডক্টর সামছুল হক চৌধুরী

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৩২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চেপটির হাওরের দৌলত পুরের বন্ধে ২১/০৪/২০২৩ ইং হারভেস্টারে ধান কাটলেন ভাটি বাংলার মাটি ও মানুষের জননন্দিত ব্যক্তি সুনামগঞ্জ-২, দিরাই-শাল্লা আসনের গনমানুষের আশা আশাঙ্খার প্রতীক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার অত্যন্ত আস্হাভাজন পরিচ্ছন্ন, সৎ রাজনীতিবীদ, বিশিষ্ট সমাজ-সেবক নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি  সাবেক সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা ডক্টর সামছুল হক চৌধুরী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-  স্থানীয় আওয়ামী লীগ এবং স্থানীয় কৃষকগন উপস্থিত ছিলেন।
ডক্টর সামছুল হক চৌধুরী বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষি উন্নয়নে কৃষকদের সব ধরনের সহযোগীতা দিয়ে যাচ্ছেন। তাই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ  আগে যেখানে আমাদের কৃষক ভাইয়ের লোকজনকে দিয়ে জমির ধান কাটত, তারপর মারাই করে শুধু ধান বাহির করত আজ স্মার্ট বাংলাদেশের কৃষকরা সেখানে হারভেস্টারে ধান কাটাই শুধু নয় একবারে জমি থেকে এনে ধান কৃষকের দাঁড়গোরায় পৌছে দিচ্ছে।
তাই স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ ও কৃষকদের প্রতি আহব্বান জানান।

About Author

শেয়ার করুন

Facebook Comments

আরো সংবাদ পড়ুন