আমারা যারা সিলেটবাসী
সিলেট নিয়ে ভাবি
সিলেট বিদ্বেষীদের রুখতে হবে
আজ আমাদের দাবী ।
সিলেট নিয়ে কুটুক্তি আর
তাদের হেয় করা
কোত্থেকে যে এমন সাহস
আজকে পেলি তোরা ।
সিলেটীদের সাথে এরা
উঠে বসে হায়!
সুযোগ পেলে তাদের মাথায়
কাঠাল ভেংগে খায় ।
আজকে এদের রুখতে হলে
চাই আমাদের ঐক্য
সবাই মিলে আওয়াজ তুল
এটাই হবে লক্ষ্য ।
আয়রে সবাই ছুটে আয়
কুচক্রদের তরে
সিলেটবাসীর ঠেলায় যেন
টনক তাদের নড়ে ।
হুশিয়ার সাবধান হও সব
সিলেট বিদ্বেষীরা
বিষ দাঁত তোদের ভেংগে দেবো
আমরা সিলেটীরা ।
Facebook Comments