1. shahalom.socio@gmail.com : admin :
  2. mshc@hotmail.co.uk : ইউকে বিডি২৪ : ইউকে বিডি২৪
  3. : :
  4. zufgvwrswv@bqocm.com : i30snk19ry cja1ten1jc : i30snk19ry cja1ten1jc
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন
নোটিশঃ
#ঘরে_থাকুন, নিরাপদ থাকুন! নিয়মিত হাত পরিষ্কার করুন, অন্যের সংস্পর্শ এড়িয়ে চলুন, সচেতন থাকুন।

সিলেটে ৬ দিন থেকে ষাটোর্ধ্ব নারী নিখোঁজ

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৪৭ বার পড়া হয়েছে

 

সিলেট নগরী থেকে ৬ দিন থেকে আইরুন বেগম (৬২) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর তাঁর সন্ধান পাওয়া যায় নি।

তিনি ফেঞ্চুগঞ্জের কটালপুর এলাকার বাসিন্দা। বর্তমানে নগরীর মেজরটিলার ইসলামপুর এলাকায় বসবাস করে আসছিলেন।

এ ঘটনায় গত শুক্রবার (১০ মে) তার মামাতো ভাই মোহাম্মদ লায়েক আহমদ সিলেট মেট্টোপলিটন পুলিশের শাহপরাণ থানায় সাধারণ ডায়েরি করেছেন। (জিডি নং ৫৩৯/১০.০৫.২৪)

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, তিনি সহজ সরল প্রকৃতির মানুষ। গত বৃহস্পতিবার (৯ মে) দুপুর দেড়টার দিকে নগরীর মেজরটিলার বাসা থেকে সকলের অজান্তে বাসা থেকে বেরিয়ে যান। এর পর আর বাসায় ফিরেন নি। পরে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর তাঁর সন্ধান পাওয়া যায় নি।

পরিবারের পক্ষ থেকে তাঁর সন্ধান কামনা করা হয়েছে। কেউ তার খোঁজ পেলে ০১৭৬৩-০৭৯৫৭০ এই নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়।

এব্যাপারে শাহপরাণ (র:) থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।

সিলেট/আবির

About Author

শেয়ার করুন

Facebook Comments

আরো সংবাদ পড়ুন