সিলেটে এবার এক কোটি ২০ লাখ টাকার ভারতীয় চিনিভর্তি ট্রাক আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর পাঁচটার দিকে নগরীর শাহপরান থানা এলাকার পৃথক স্থান থেকে এসব চিনিভর্তি ট্রাক আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ও শাহপরান থানা পুলিশ। এসময় মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম ও শাহপরান থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী।
এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে নগরীর শাহপরান থানার পীরের বাজার এলাকায় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ৬ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করে। যার আনুমানিক বাজার মুল্য ১ কোটি টাকা। এসময় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, একই থানা এলাকার বাইপাস সড়কে অপর একটি অভিযানে শাহপরান থানা পুলিশ ১ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে বলে জানিয়েছেন শাহপরান থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী। জব্দকৃত চিনির আনুমানিক বাজার মুল্য ২০ লাখ টাকা। এসময় আরও ১জনকে গ্রেফতার করা হয়।
এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযানের বিষয়ে আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেট/আবির
Facebook Comments