1. shahalom.socio@gmail.com : admin :
  2. mshc@hotmail.co.uk : ইউকে বিডি২৪ : ইউকে বিডি২৪
  3. : :
  4. zufgvwrswv@bqocm.com : i30snk19ry cja1ten1jc : i30snk19ry cja1ten1jc
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন
নোটিশঃ
#ঘরে_থাকুন, নিরাপদ থাকুন! নিয়মিত হাত পরিষ্কার করুন, অন্যের সংস্পর্শ এড়িয়ে চলুন, সচেতন থাকুন।

সিলেটে এনডিএফ বিডি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট করা হয়েছে বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বিতর্ক শিল্পকে সবার কাছে ছড়িয়ে দিতে একঝাঁক দক্ষ, যোগ্য, যুক্তিবাদী পরমতসহিষ্ণু মানুষ গড়ার লক্ষ্যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক আন্দোলন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

৬ ডিসেম্বর, বুধবার। এনডিএফ বিডি সিলেট জোন সিলেট নগরীর স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী কুইজ কম্পিটিশন, বারোরী বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন। আজ বিতর্ক আন্দোলনটি অদম্য একুশে পদার্পণ করেছে। ‘যুক্তির সৌন্দর্যে আমাদের গৌরবান্বিত একুশ’ স্লোগানকে ধারন করে এনডিএফ বিডি ‘র ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশের নয়টি জোন বিভিন্ন প্রতিযোগিতা ও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে একযোগে এদিনটি পালন করে।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কলার্স হোম মেজরটিলা কলেজের প্রভাষক জনাব মীর হোসাইন সরকার, বিশেষ অতিথি ছিলেন একই কলেজের প্রভাষক সাহাব উদ্দীন ও আল আমীন জামেয়ার সিনিয়র শিক্ষক মো. খলিলুর রহমান।

এনডিএফ বিডি’র অর্গানাইজার আতহার রাফি ও মারজানা হেলালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএফ বিডি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলার জেলা প্রধান মুস্তাফিজুর রহমান। তাছাড়া আরও উপস্থিত ছিলেন উক্ত কলেজের অন্যান্য শিক্ষক এবং এনডিএফ বিডির হবিগঞ্জ জেলা প্রধান সিজান শেখ, সুনামগঞ্জ জেলা প্রধান আমজদ হোসেন জিলানী।

কুইজ কম্পিটিশনে (ক-বিভাগ) স্কুল পর্যায়ে ১ম হয়েছেন মীর্জা মাহিয়া, ২য় মাহমুদুল হাসান ও ৩য় হয়েছেন সাকিয়ে কাওসার মাহিয়ান। তিনজনই জালালাবাদ ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। (খ-বিভাগ) কলেজ পর্যায়ে ১ম হয়েছেন শাহাদাত হোসেন নাঈম (সিলেট সরকারী কলেজ), ২য় আরাফাত রহমান চৌধুরী (স্কলার্সহোম মেজরটিলা কলেজ) এবং ৩য় হয়েছেন কে.এম হামিম নাফি (জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল)। বারোয়ারী বিতর্ক (ক- বিভাগ) স্কুল পর্যায়ে ১ম হয়েছেন কামরুল ইসলাম নবীন (জালালাবাদ পাবলিক স্কুল এন্ড কলেজ), ২য় অনিন্দিতা দে (স্কলার্সহোম মেজরটিলা কলেজ), ৩য় হয়েছেন তানজিয়া খালিক (সিলেট সরকারি অগ্রগামী বালিকা স্কুল এন্ড কলেজ)। (খ-বিভাগ) কলেজ পর্যায়ে ১ম হয়েছেন মুছাব্বির,২য় আল মারজেক, ৩য় হয়েছেন অংকুর দাশ (তিনজনই স্কলার্সহোম মেজরটিলা কলেজের শিক্ষার্থী) ।

বাংলাদেশের বিতর্ক শিল্পকে এগিয়ে নিতে এনডিএফ বিডির কার্যক্রমকে আরো সহোযোগিতা করার উদাত্ত আহবান জানিয়ে ও এনডিএফ বিডি’র প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্যদিয়ে সভাপতি মুস্তাফিজুর রহমানের বক্তব্যের মাধ্যমে অনুষ্টানটির সমাপ্তি ঘোষণা করেন।

সিলেট/আবির

About Author

শেয়ার করুন

Facebook Comments

আরো সংবাদ পড়ুন