1. shahalom.socio@gmail.com : admin :
  2. mshc@hotmail.co.uk : ইউকে বিডি২৪ : ইউকে বিডি২৪
  3. : :
  4. zufgvwrswv@bqocm.com : i30snk19ry cja1ten1jc : i30snk19ry cja1ten1jc
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
নোটিশঃ
#ঘরে_থাকুন, নিরাপদ থাকুন! নিয়মিত হাত পরিষ্কার করুন, অন্যের সংস্পর্শ এড়িয়ে চলুন, সচেতন থাকুন।

সঙ্গীতশিল্পী থেকে পকেটমার!

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৯৪ বার পড়া হয়েছে

জনপ্রিয় সংগীতশিল্পী অ্যাডেল এবার চলচ্চিত্রে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। হলিউডের একটি ছবিতে নাকি অভিনয় করার জন্য তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে। মঞ্চের ধ্রুপদি নাটক ‘অলিভার’ অবলম্বনে ছবিটি তৈরি হবে। আর এখানে পকেটমার চরিত্রে দেখা যাবে ২৯ বছর বয়সী এই সঙ্গীত তারকাকে।

চার্লস ডিকেন্সের ‘অলিভার টুইস্ট’ উপন্যাস অবলম্বনে ষাটের দশকে একটি মঞ্চনাটক তৈরি হয়। এই উপন্যাস অবলম্বনে ১৯৬৮ সালে তৈরি হয় পূর্ণদৈর্ঘ্য ছবি ‘অলিভার’। অস্কারে ১১টি বিভাগে মনোনয়ন পায় ছবিটি। আর পেয়েছে ছয়টি পুরস্কার। সেই ছবিটি আবার রিমেক হচ্ছে হলিউডে। সেখানেই অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে অ্যাডেলকে।

বিশ্বের বিখ্যাত সঙ্গীত তারকাদের মধ্যে অ্যাডেলের নামটিও বেশ উজ্জ্বল। অ্যাডেল গান গেয়ে পেয়েছেন অস্কার, গ্র্যামি, গোল্ডেন গ্লোব, ব্রিট অ্যাওয়ার্ডসহ বিশ্বসংগীতের নামী বিভিন্ন পুরস্কার। এবার কি অ্যাডেল ভালো পকেটমার হওয়ার জন্য পুরস্কার পাবেন?

প্রস্তাবে অবশ্য এখনো হ্যা/না কিছুই বলেননি এ সঙ্গীতশিল্পী। তবে বিষয়টিকে তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

About Author

শেয়ার করুন

Facebook Comments

আরো সংবাদ পড়ুন