আগামীকাল ১৮ অক্টোবর (বুধবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মবার্ষিকী। দিনটি ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হয়ে থাকে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সমাজসেবা অধিদফতর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিবসটি উপলক্ষে সমাজসেবা অধিদফতর, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশারাফ আলী খান খসরু।
এদিন সকাল ৯টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। সভায় স্বাগত বক্তব্য রাখবেন সমাজসেবা অধিদফতর মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খায়রুল আলম সেখ।
সমাজকল্যাণ মন্ত্রণালয় আরও জানিয়েছে, বুধবার সকাল সকাল সাড়ে ৭টায় সমাজসেবা অধিদফতর প্রাঙ্গণে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে।
জাতীয/আবির
Facebook Comments