লোডশেডিংয়ের প্রতিবাদে শ্যামারচরে ছাত্রকল্যাণের মানববন্ধন
শুক্রবার দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজারে দিরাই ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগ,স্থানীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
পরিষদের সহ সভাপতি সজীব ভৌমিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রজেন্দ্রগঞ্জ আর সি উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক অসীত বরন চৌধুরী, সহকারী শিক্ষক কল্যাণ দে, কৃষি মন্ত্রণালয়ের সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা সুব্রত রঞ্জন হাজরা, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিহির রঞ্জন দাস, আওয়ামীলীগ নেতা সৌমেন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী রনি শেখ,প্রভাষক টিটু দাস, সহকারী শিক্ষক সুজন তালুকদার,রুবেল দে, হাসান মিয়া, বিজিত সামন্ত, রুপম দে,সঞ্জয় রায়, দ্বীপেন ভৌমিক, সুধন দাস, শাকিব শেখ, বিজিত তালুকদার, জীতেশ দাস, রুপক দাস, বিদ্যুৎ দাস, রাহুল ভৌমিক, সৈকত দাস, জয় বিশ্বাস প্রমূখ।
বক্তারা বলেন – লাগাতার লোডশেডিংয়ের ফলে অতিষ্ঠ দিরাই-শাল্লার মানুষ করোনা ভাইরাসের চরম ঝুঁকি মাথায় নিয়েই রাস্তায় নামতে বাধ্য হয়েছে।এর দায়ভার পল্লীবিদ্যুৎ সহ বিদ্যুৎ-সংশ্লিষ্ট অন্যান্য অফিসের।সারা দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নাই, তাহলে দিরাই-শাল্লায় কেনো এরকম অবস্থা!সামান্য বৃষ্টি হলেই ঝড় তুফানে লাইনে সমস্যা নামক অজুহাতের প্রত্যাহার চাই।বারে বারে লোডশেডিং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা চাই।বিদ্যুৎ বিভ্রাটের কারনে এলাকার মানুষ নানাবিধভাবে ক্ষতিগ্রস্ত। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য আরও বেশি ক্ষতির সম্মুখীন।দায়িত্ব প্রাপ্ত অফিসারের কাছে এসবের সুষ্ঠু সমাধান চাই নাহলে পরবর্তিতে আরও কঠোর আন্দোলন করতে বাধ্য হবো ।
Facebook Comments