1. shahalom.socio@gmail.com : admin :
  2. mshc@hotmail.co.uk : ইউকে বিডি২৪ : ইউকে বিডি২৪
  3. : :
  4. zufgvwrswv@bqocm.com : i30snk19ry cja1ten1jc : i30snk19ry cja1ten1jc
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন
নোটিশঃ
#ঘরে_থাকুন, নিরাপদ থাকুন! নিয়মিত হাত পরিষ্কার করুন, অন্যের সংস্পর্শ এড়িয়ে চলুন, সচেতন থাকুন।

যুক্তরাজ্য নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ জন

  • আপডেট করা হয়েছে বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনে রেকর্ড ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ২ এবং বিরোধী লেবার পার্টি ৮ জন প্রার্থী রয়েছেন। ধারণা করা হচ্ছে, এদের মধ্যে একাধিক প্রার্থী জয়ের পর মন্ত্রিসভায় স্থান পেতে পারেন।

রাত পোহালেই যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন। ৬৫০টি আসনে লড়বেন ৯৮টি দলের ৪ হাজার ৫১৫ জন প্রার্থী। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ প্রার্থী। যার মধ্যে নারী ৬ জন।

যুক্তরাজ্যের প্রধান দুই রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি এবং বিরোধী লেবার পার্টি মনোনয়ন পেয়েছেন ১০ জন। স্বতন্ত্র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন।
বিরোধী লেবার পার্টির ৮ প্রার্থীর মধ্যে চারজন বর্তমানে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তারা হলেন যুক্তরাজ্যের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী, রুপা হক, আফসানা বেগম এবং বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। লেবার পার্টির এবার জয় পেলে বাংলাদেশি বংশোদ্ভূত নারীদের কেউ মন্ত্রিসভাতেও স্থান পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ক্ষমতাসীন সুনাকের দল কনজারভেটিভ পার্টি থেকে লড়ছেন আতিক রহমান এবং সৈয়দ সাইদুজ্জামান। ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে টিকেট পেয়েছেন ৬ জন। গ্রিন পার্টির হয়ে লড়ছেন ৩ জন।

এছাড়া রিফর্ম পার্টি, লিবারেল ডেমোক্র্যাটস, স্কটিশ ন্যাশনালিস্ট এবং সোশ্যালিস্ট পার্টি থেকে ১ জন করে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হয়েছেন।

বাংলাদেশিরা সবচেয়ে বেশি প্রার্থী হয়েছেন ইলফোর্ড সাউথ আসন থেকে। সেখানে ৮ প্রার্থীর মধ্যে ৫ জনই বাংলাদেশি।

জনমত জরিপ বলছে, ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি হারিয়ে ১৪ বছর পর ক্ষমতায় আসতে পারে বিরোধী লেবার পার্টি। তবে পিছিয়ে থাকলেও জয় নিয়ে আত্মবিশ্বাসী ঋষি।

প্রবাস জীবন/আবির

About Author

শেয়ার করুন

Facebook Comments

আরো সংবাদ পড়ুন