1. shahalom.socio@gmail.com : admin :
  2. mshc@hotmail.co.uk : ইউকে বিডি২৪ : ইউকে বিডি২৪
  3. : :
  4. zufgvwrswv@bqocm.com : i30snk19ry cja1ten1jc : i30snk19ry cja1ten1jc
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন
নোটিশঃ
#ঘরে_থাকুন, নিরাপদ থাকুন! নিয়মিত হাত পরিষ্কার করুন, অন্যের সংস্পর্শ এড়িয়ে চলুন, সচেতন থাকুন।

যুক্তরাজ্যে নির্বাচনে ৪ ব্রিটিশ বাঙালি নারীসহ লেবার পার্টিকে প্রতিমন্ত্রী শফিক চৌধুরীর অভিনন্দন

  • আপডেট করা হয়েছে সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩১ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চার বাঙালি নারী এমপিসহ লেবার পার্টি বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, ‘চার বাঙালি নারী যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এমপি হয়ে আমাদের গৌরাবান্বিত করেছেন। তাদের এ বিজয়ে সারা দুনিয়ার বাঙালির মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। চার কন্যার বিজয়ে বিশ্বসভায় বাঙালি জাতির ভাবমূর্তি ও মর্যাদা আরো সমুজ্জ্বল হয়েছে।’

এ বিজয় পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাঙালিদের মধ্যে এক নবতর জাগরণের সৃষ্টি করেছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী।

শফিক চৌধুরী বলেন, ‘আমি বিশ্বাস করি ব্রিটিশ জনগণের সেবা এবং বিশ্বব্যাপী শান্তি প্রচারে তারা তাদের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগাবেন।’

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। যুক্তরাজ্যে বাংলাদেশ-ব্রিটিশ প্রবাসী তথা লেবার পার্টি দুই দেশের উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী টেলিফোনে বিজয়ী প্রার্থীদের সাথে কথা বলেন এবং তাদের অভিনন্দন জানান।

সিলেট/আবির

About Author

শেয়ার করুন

Facebook Comments

আরো সংবাদ পড়ুন