1. shahalom.socio@gmail.com : admin :
  2. mshc@hotmail.co.uk : ইউকে বিডি২৪ : ইউকে বিডি২৪
  3. : :
  4. zufgvwrswv@bqocm.com : i30snk19ry cja1ten1jc : i30snk19ry cja1ten1jc
বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন
নোটিশঃ
#ঘরে_থাকুন, নিরাপদ থাকুন! নিয়মিত হাত পরিষ্কার করুন, অন্যের সংস্পর্শ এড়িয়ে চলুন, সচেতন থাকুন।

মোবাইল কেড়ে নেওয়ায় বাবা মা ও বোনকে হত্যা করল কিশোর

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৯ বার পড়া হয়েছে

মোবাইল নিয়ে নেওয়ায় বাবা-মা এবং নিজের বোনকে খুন করেছে ১৬ বছর বয়সি এক কিশোর। বুধবার ব্রাজিলের পুলিশ এ তথ্য জানিয়েছে। দেশটির সাও পাওলোতে শুক্রবার এ হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হত্যার খবর পেয়ে ওই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। খবর গালফ নিউজের

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান রবার্তো আফওনসো বলেছেন, নিজের জবানবন্দিতে ওই কিশোর বলেছেন, তার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেওয়ায় খুব হাতাশ বোধ করছিল সে এবং তার বাবা-মায়ের সঙ্গে এ নিয়ে বেশ উত্তেজিত হয়ে পড়ে। পরে বাগ-বিতণ্ডার এক পর্যায়ে সে তার বাবার বন্দুক দিয়ে তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই কিশোরের বাবা স্থানীয় একজন পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিল।

পুলিশের দেওয়া তথ্যমতে, বাবাকে গুলি করার পর কিশোর বন্দুকটি নিয়ে দোতলায় যায় এবং তার সমবয়সি বোনের মুখে গুলি করে। এ সময় বাড়িতে তার মা উপস্থিত ছিল না। কয়েক ঘণ্টা পর তার মা বাড়ি ফিরলে তাকেও গুলি করে হত্যা করে ওই কিশোর। ওই কিশোরের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা এ বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

সারাদেশ/আবির

About Author

শেয়ার করুন

Facebook Comments

আরো সংবাদ পড়ুন