1. shahalom.socio@gmail.com : admin :
  2. mshc@hotmail.co.uk : ইউকে বিডি২৪ : ইউকে বিডি২৪
  3. : :
  4. zufgvwrswv@bqocm.com : i30snk19ry cja1ten1jc : i30snk19ry cja1ten1jc
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন
নোটিশঃ
#ঘরে_থাকুন, নিরাপদ থাকুন! নিয়মিত হাত পরিষ্কার করুন, অন্যের সংস্পর্শ এড়িয়ে চলুন, সচেতন থাকুন।

ব্রিটেনে ৫ ধাপে লকডাউন উঠবে

  • আপডেট করা হয়েছে রবিবার, ১০ মে, ২০২০
  • ৬২১ বার পড়া হয়েছে

 

আগামী ১লা জুন থেকে স্কুল ১লা জুলাই থেকে ক্যাফে রেস্টুরেন্ট এবং ২০শে জুলাই থেকে ব্রিটেনে ৫ ধাপে লকডাউন উঠবে।

এতে করে মসজিদে নামায আদায়, সীমিত পরিসরে বিয়ে শাদী অনুষ্ঠান পরিচালনা, তারপর প্রথম আগস্ট এবং ১০ই আগস্ট থেকে সব বিধি-নিষেধ উঠে যাবে।

আজ রবিবার প্রধানমন্ত্রী বরিস জনসন জাতির সামনে তার পরিকল্পনা তুলে ধরেন এবং লকডাউন থেকে দেশকে বের করে আনার পরিকল্পনার অংশ হিসেবে আগামী ১৮ই মে থেকে ১০ই আগষ্ট পর্যন্ত ৫টি ধাপে তা কার্যকর করা হবে।

পরিকল্পনার প্রথম ধাপে আউটডোর ওয়ার্কার যেমন বিল্ডার, গার্ডেনার ও কিছু রিটেইল খুলে দেওয়া হবে এবং তাতে সর্বোচ্চ ৪ জন বন্ধু ও আত্মীয়ের সাথে সমাজিক দূরত্ব বজায় রেখে বাইরে মিলিত হতে পারবেন। তবে ১লা জুন থেকে স্কুল খোলবে এবং ওয়ার্কাররা কাজে ফিরলে ও থাকতে হবে দুই মিটার দুরত্ব।

সামাজিক দুরত্ব বজায় রাখে ১লা জুলাই থেকে রেস্টুরেন্টে এবং ক্যাফেতে যাওয়া যাবে এবং ২০ জুলাই থেকে মসজিদ,  চার্চসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে।

About Author

শেয়ার করুন

Facebook Comments

আরো সংবাদ পড়ুন