1. shahalom.socio@gmail.com : admin :
  2. mshc@hotmail.co.uk : ইউকে বিডি২৪ : ইউকে বিডি২৪
  3. : :
  4. zufgvwrswv@bqocm.com : i30snk19ry cja1ten1jc : i30snk19ry cja1ten1jc
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২ অপরাহ্ন
নোটিশঃ
#ঘরে_থাকুন, নিরাপদ থাকুন! নিয়মিত হাত পরিষ্কার করুন, অন্যের সংস্পর্শ এড়িয়ে চলুন, সচেতন থাকুন।

‘ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরত আনতে কালোটাকা সাদার সুযোগ রাখা হয়েছে’

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে

 

ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরত আনার জন্য কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৭ জুন) বিকেলে তেজগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কালোটাকা নিয়ে অকারণে সমালোচনা হচ্ছে, ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরত আনার জন্য কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। খুব সংরক্ষিতভাবে আমরা এগোতে চাই। যাতে আমাদের দেশের মানুষের কষ্ট না হয়। মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই এবারের বাজেট আমরা করেছি।

এ সময় তিনি বলেন, জনগনই আওয়ামী লীগের প্রধান শক্তি, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে৷ দেশের জনগনকে নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। উন্নয়ন ধরে রাখা ও উৎপাদন বৃদ্ধির দিকে মনোযোগী হতে নেতাকর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

আমদানির খরচ বেড়ে যাওয়ায় নিত্যপণ্যের দাম বেড়েছে, উন্নত অনেক দেশ হিমসিম খাচ্ছে এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, মানুষ যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারে সেই লক্ষেই বাজেট দেওয়া হয়েছে।

জাতীয়/আবির

About Author

শেয়ার করুন

Facebook Comments

আরো সংবাদ পড়ুন