1. shahalom.socio@gmail.com : admin :
  2. mshc@hotmail.co.uk : ইউকে বিডি২৪ : ইউকে বিডি২৪
  3. : :
  4. zufgvwrswv@bqocm.com : i30snk19ry cja1ten1jc : i30snk19ry cja1ten1jc
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন
নোটিশঃ
#ঘরে_থাকুন, নিরাপদ থাকুন! নিয়মিত হাত পরিষ্কার করুন, অন্যের সংস্পর্শ এড়িয়ে চলুন, সচেতন থাকুন।

বিশ্বকাপের আগে খেলতে আসবে অস্ট্রেলিয়া

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

 

জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারপর সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে হবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

নারীদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের আগে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে সফরে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

আসন্ন এই সফরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই আগে এসে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

সবশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া নারী দল। ১০ বছর পর ফের আসবে তারা।

এ বিষয়ে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক শন ফ্লেগলার বলেন, ‘বিশ্বকাপে বাংলাদেশের কয়েকটি ভেন্যুতে আমাদের খেলা রয়েছে। সেসব মাঠ সম্পর্কে ধারণ নিতেই আমরা সেখানে খেলতে যাচ্ছি।’

খেলা/আবির

About Author

শেয়ার করুন

Facebook Comments

আরো সংবাদ পড়ুন