1. shahalom.socio@gmail.com : admin :
  2. mshc@hotmail.co.uk : ইউকে বিডি২৪ : ইউকে বিডি২৪
  3. : :
  4. zufgvwrswv@bqocm.com : i30snk19ry cja1ten1jc : i30snk19ry cja1ten1jc
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
নোটিশঃ
#ঘরে_থাকুন, নিরাপদ থাকুন! নিয়মিত হাত পরিষ্কার করুন, অন্যের সংস্পর্শ এড়িয়ে চলুন, সচেতন থাকুন।

বন্যার্তদের শাহাব উদ্দীন ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩৯৭ বার পড়া হয়েছে
স্হানীয় সংবাদ দাতাঃ
গত ২৭শে জলাই ২০২২ইং রোজ সোমবার দিরাই উপজেলার স্হানীয় দৌলত পুর এবং আশেপাশের কয়েকটি গ্রামের প্রায় শতাদিক অসহায় বন্যার্তদের নগদ পাঁচশত টাকা করে অর্থ সহায়তা প্রদান করে আলহাজ্ব শাহাব উদ্দীন চৌধুরী ওয়েলফেয়ার ফাউন্ডেশন।সরকারীভাবে নিবন্ধনকৃত আলহাজ্ব শাহাব উদ্দীন চৌফাউন্ডেশন বিভিন্ন দুর্যোগে এমনকি করোনাকালীন সময়ে দিরাই উপজেলাসহ বিভিন্ন গ্রামের গরীব দু:খী মেহনতি মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রান বিতরন করে।বন্যার্তদের নগদ অর্থ সহায়তা প্রদানকালে বক্তারা বর্তমান শেখ হাসিনা সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের বিস্তারিত তুলে ধরে বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বঙ্গঁবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্টা করে যাচ্ছেন।

গ্রামীন জনপদের নানা শ্রেনী পেশার মানুষ এই উদ্দ্যোগের প্রশংসা করেন, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন- সাহাজ আলী, আবুল কাশেম, মকবুল হোসেন, মহিবুর রহমান, আওয়াল খা,আব্দুল ফাত্তার, সামছু মিয়া প্রমুখ।

About Author

শেয়ার করুন

Facebook Comments

আরো সংবাদ পড়ুন