1. shahalom.socio@gmail.com : admin :
  2. mshc@hotmail.co.uk : ইউকে বিডি২৪ : ইউকে বিডি২৪
  3. : :
  4. zufgvwrswv@bqocm.com : i30snk19ry cja1ten1jc : i30snk19ry cja1ten1jc
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন
নোটিশঃ
#ঘরে_থাকুন, নিরাপদ থাকুন! নিয়মিত হাত পরিষ্কার করুন, অন্যের সংস্পর্শ এড়িয়ে চলুন, সচেতন থাকুন।

বঙ্গবন্ধু টানেলে ২৪ ঘণ্টায় ৫৪২৯টি যানবাহন পারাপার

  • আপডেট করা হয়েছে সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল খুলে দেওয়ার পর প্রথম দিনে ২৪ ঘণ্টায় টানেলের ভিতর দিয়ে ৫,৪২৯টি বিভিন্ন ধরনের যানবাহন পারাপর হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১২ লাখ ১৩ হাজার ৩০০ টাকা।

সোমবার (৩০ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা এই তথ্য জানিয়েছেন।

টানেল কর্তৃপক্ষ জানায়, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর গতকাল সকাল ৬টা থেকে বঙ্গবন্ধু টানেল যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় টানেলের ভিতর দিয়ে ৫,৪২৯টি গাড়ি পারপার হয়েছে। মোটরসাইকেল, রিকশা, অটোরিকশা ছাড়া অন্যান্য যানবাহন টানেলের মাধ্যমে পারাপারের সুযোগ পাচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, টানেলের ভিতর দিয়ে প্রতি ঘণ্টায় গড়ে প্রায় ২২৬টি গাড়ি পারাপার হচ্ছে। সোমবার সকাল পর্যন্ত বঙ্গবন্ধু টানেল থেকে টোল আদায় হয়েছে ১২ লাখ ১৩ হাজার ৩০০ টাকা।

সারাদেশ/আবির

About Author

শেয়ার করুন

Facebook Comments

আরো সংবাদ পড়ুন