1. shahalom.socio@gmail.com : admin :
  2. mshc@hotmail.co.uk : ইউকে বিডি২৪ : ইউকে বিডি২৪
  3. : :
  4. zufgvwrswv@bqocm.com : i30snk19ry cja1ten1jc : i30snk19ry cja1ten1jc
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন
নোটিশঃ
#ঘরে_থাকুন, নিরাপদ থাকুন! নিয়মিত হাত পরিষ্কার করুন, অন্যের সংস্পর্শ এড়িয়ে চলুন, সচেতন থাকুন।

দেশের যুব সমাজকে একুশের চেতনায় কাজ করতে হবে: ডক্টর সামছুল হক চৌধুরী

  • আপডেট করা হয়েছে বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার স্থানীয় নগদীপুর বাজারে আলহাজ্ব শাহাব উদ্দীন চৌধুরী ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

শুরুতে তিলাওয়াত করেন মাও: আয়ুব খান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আরশ আলী কমিউনিটি নেতা যুক্তরাজ্য প্রবাসী। মো মকবুল হোসেন ও আব্দুল হালিম সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন – মাও মিজানুল হক ইমাম ও খতীব নগদীপুর বাজার জামে মসজিদ।

অনুষ্ঠানটিতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, (সুনামগঞ্জ-২) দিরাই-শাল্লা আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সাবেক সদস্য, দৌলত পুর উচচ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অবৈতনিক প্রধান শিক্ষক, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা ডক্টর সামছুল হক চৌধুরী।

ডক্টর সামছুল হক চৌধুরী বলেন, ১৯৫২ সালের সেই ঐতিহাসিক ভাষা আন্দোলনের ভেতর দিয়ে বাঙালি জাতিসত্তায় জন্ম নিয়েছিল একুশের চেতনা। এই চেতনা আমাদের জাতীয় জীবনে আত্মত্যাগের বীজমন্ত্র। পরবর্তীকালে প্রতিটি গণআন্দোলনের চালিকাশক্তি হিসেবে কাজ করেছে ভাষা আন্দোলন। এই আন্দোলনের ভেতর দিয়ে সেদিন পূর্ব বাংলার অধিকার-বঞ্চিত মানুষের প্রথম সংগঠিত সংগ্রামের বহিঃপ্রকাশ ঘটেছিল। আমাদের মুক্তিযুদ্ধের ভাববীজ আমরা পেয়েছি মহান ভাষা আন্দোলন থেকে।

তারপর বক্তব্য রাখেন দৌলত পুর মহিলা মাদ্রাসার মুহতামিম মাও মাহমুদুল হাসান, ২ নং ওয়ার্ড মেম্বার নুর আলম।

আরো বক্তব্য রাখেন সিলেট জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মুশাররফ হোসেন জাকির, রুবেল আহমেদ চৌধুরী যুক্তরাজ্য প্রবাসী, আলহাজ্ব মিজানুর রহমান, আব্দুল হান্নান দিরাই আওয়ামী লীগের সদস্য সহ আরো অনেকেই।

সিলেট/আবির

About Author

শেয়ার করুন

Facebook Comments

আরো সংবাদ পড়ুন