ময়মনসিংহ সিটি করপোরেশনসহ ২৩৩টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি।
বুধবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন।
ইসি সচিব জানান, ময়মনসিংহ সিটি করপোরেশনসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভা সাধারণ নির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে এবং বাকিগুলো ব্যালটে অনুষ্ঠিত হবে।
এছাড়া কুমিল্লার মেয়রের মৃত্যুর কারণে একই দিন সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে ৯ মার্চ তিনটি পৌরসভায় সাধারণ নির্বাচন, ১৫টি পৌরসভায় শূন্যপদে উপনির্বাচন, ১৩টি ইউপিতে সাধারণ নির্বাচন, ১৯০ ইউপিতে শূন্যপদে উপনির্বাচন এবং সাতটি জেলা পরিষদের শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ১৫ই ফেব্রুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি।
৯ মার্চ স্থানীয় সরকারের সর্বমোট ২৩৩টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে আশা করেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।
রাজনীতি/আবির
Facebook Comments