1. shahalom.socio@gmail.com : admin :
  2. mshc@hotmail.co.uk : ইউকে বিডি২৪ : ইউকে বিডি২৪
  3. : :
  4. zufgvwrswv@bqocm.com : i30snk19ry cja1ten1jc : i30snk19ry cja1ten1jc
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন
নোটিশঃ
#ঘরে_থাকুন, নিরাপদ থাকুন! নিয়মিত হাত পরিষ্কার করুন, অন্যের সংস্পর্শ এড়িয়ে চলুন, সচেতন থাকুন।

ডক্টর সামছুল হক চৌধুরীর প্রচেষ্টায় শীঘ্রই কাজ শুরু ধীতপুর ভায়া কারিবীজ পর্যন্ত সাব-মার্জিবল রাস্তার কাজ

  • আপডেট করা হয়েছে সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৮৩০ বার পড়া হয়েছে

ডক্টর সামছুল হক চৌধুরীকে দিরাই-শাল্লাবাসীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা;

জনপ্রতিনিধি না হয়েও এলাকা ও জনগনের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন সুনামগঞ্জ-২ আসনের দিরাই-শাল্লার এই কৃতি সন্তান ডক্টর মো. সামছুল হক চৌধুরী।

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নে সরকারের আনুমানিক প্রায় সাড়ে ৭ থেকে ১০ কোটি টাকা ব্যয়ে সাব-মার্জিবল রাস্তা হচ্ছে ধীত পুর থেকে বড় নগদীপুর, পুকিডর, দৌলত পুর ভায়া কামরিবীজ পর্যন্ত। এর মধ্যে ৫/৬ টি কালভাট এবং পুকিডরের নদীতে একটি ব্রীজ ও রয়েছে।

ভাটির জনপদে যোগাযোগ ব্যবস্হার উন্নয়নে ও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ডক্টর মো: সামছুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এবং যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগের কার্যকরী সভাপতি।

ডক্টর সামছুল হক চৌধুরী মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এমান্নান মহোদয়ের শরণাপন্ন হয়ে গত ১০ই জানুয়ারী ২০১৯ ইং তারিখে জরুরী ভিওিতে এই রাস্তার কাজ করার জন্য একটি ডিও লেটার নিয়ে আসেন। তার পর জেলা এবং উপজেলা প্রকোশলী সাহেব এই কাজটিকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রকল্পের অন্তর্ভুক্তি করেন। এই কাজটি টেন্ডার হয়ে গেছে এবং এতে করে অএ অঞ্চলের যোগাযোগ ব্যবস্হার উন্নয়ন হবে। সাধারন মানুষ থেকে নিয়ে স্কুল ও কলেজের ছাত্র/ছাত্রীদের সহজে যাতায়াত করতে সুবিধা হবে।

উল্লেখ্য যে, তিনি গত ২৪শে নভেম্বর ২০১৯ সালে পরিকল্পপনা মন্ত্রনালয় থেকে ডিও লেটারের মাধ্যমে জনগণের স্বার্থে দিরাই উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্মান প্রকল্প, শাল্লায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্মান প্রকল্প, দিরাই শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ ও দিরাই উপজেলার জগদল ইউনিয়নে ২০ আসন বিশিষ্ট হাসপাতালে ডাক্তার, নার্স অন্যান্য লোকবল নিয়োগের জন্য মন্ত্রনালয়ে জমা দেন এবং হাসপাতালের কার্যক্রম গত ফেব্রুয়ারী ২০২১ বাস্তবায়িত হয়েছে।

ডক্টর শামছুল হক চৌধুরী বলেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি মানব সেবা করতে হলে জনপ্রতিনিধি হওয়া লাগে না। মানব সেবা কে আমি ইবাদত মনে করি। আমি নিজ উদ্যোগে অনেক সমাজসেবা মুলক কাজ করেছি, স্কুল, মসজিদ মাদ্রাসাসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান।

কিন্তু এগুলো ছোট ছোট হলে ও বড় আকারে করতে হলে বড় অনুদান প্রয়োজন তাই সময়ের প্রয়োজনে আমি কারিগরি শিক্ষা অনগ্রসর দিরাই ও শাল্লা উপজেলা একটি করে কারিগরি কলেজ স্থাপনের জন্য গত ১৮ নভেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বরাবর পৃথক দুটি আবেদন করি। এ দুটি আবেদনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সুপারিশ করেন।

একই দিন দিরাই উপজেলার জগদল গ্রামে নির্মাণাধীন ২০ শয্যা উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক ও জনবল দেওয়ার জন্যা স্বাস্থ্য মন্ত্রী জাহেদ মালেক এমপি বরাবর আবেদন করি। এ আবেদনটিও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সুপারিশ করেন।

এছাড়াও দিরাই উপজেলায় একটি শেখ রাসেল স্টেডিয়াম করার জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বরাবর আরো একটি আবেদন করি। এ আবেদনটিতেও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সুপারিশ করেন।

এর প্রেক্ষিতে ২৪ নভেম্বর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর ডিও লেটার দিয়েছেন। এসময় তিনি দিরাই ও শাল্লাবাসীর পক্ষ থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
সামছুল চৌধুরী জানান, সুনামগঞ্জ-২, আসনে গত দুই টার্মে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ পদের জন্য মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। কিন্তু তিনি শেখ হাসিনার নির্দেশকে মেনে নিয়ে নির্বাচন থেকে সড়ে দাড়ান।

তিনি পারিবারিকভাবেই স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। তাই ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে এই আদর্শের পথে আমার যাত্রা শুরু/অতীতে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ১/১১ থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের লড়–ক সৈনিক হিসেবে অধ্যাবধী দেশে ও প্রবাসে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্টায় কাজ করেছেন।

ছাত্রজীবনের পর থেকে পারিবারিক প্রয়োজনে দেশের বাহিরে অবস্থান করলেও সেখানে থেকেও তার রাজনৈতিক তৎপরতা থেমে থাকেনি। এলাকার মানুষের উন্নয়নে বিভিন্ন সড়ক নিমার্ণসহ স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দিরের উন্নয়নে কাজ করেছেন। তিনি ব্যক্তিগতভাবে সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কর্মকান্ডে ছাত্রজীবন থেকে দীর্ঘ প্রায় ৩৪ বৎসর যাবৎ আওয়ামী রাজনীতি ও বিভিন্ন আর্থ-সামাজিক সংগঠনের সাথে অতপ্রোতভাবে জড়িত থেকে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

আগামীতে দিরাই-শাল্লাবাসীকে সাথে নিয়ে বর্তমান সরকারের গ্রামকে আধুনিক নগর সুবিধা প্রদানে দুই উপজেলার প্রতিটি গ্রামকে হবে শহরে রুপান্তরিত করার জন্য কাজ করে যাবেন। এছাড়া কৃষি নির্ভর এই দুই উপজেলার কৃষকদের আধুনিক কৃষকে তৈরী এবং প্রযুক্তির ব্যবহার ও কৃষককে প্রযুক্তিবান্ধব করার পরিকল্পনাকে এই বিনিয়োগের আওতায় আনার জন্য মহাপরিকল্পনাও রয়েছে তার।

About Author

শেয়ার করুন

Facebook Comments

আরো সংবাদ পড়ুন