জানা যায়, জকিগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদের বিরুদ্ধে স্কুল জীবনে ছাত্রশিবিরের রাজনীতির সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি তার ছাত্রশিবিরের সাথে সম্পৃক্ত থাকার কিছু প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এগুলো নিয়ে ফেসবুকে নানান বাজে মন্তব্য করেন ছাত্রলীগেরর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। একারণেই গুলজার আহমদকে জকিগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
উল্লেখ্য, এ বছরের ৭ জানুয়ারি ১১ সদস্য বিশিষ্ট জকিগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী।
Facebook Comments