1. shahalom.socio@gmail.com : admin :
  2. mshc@hotmail.co.uk : ইউকে বিডি২৪ : ইউকে বিডি২৪
  3. : :
  4. zufgvwrswv@bqocm.com : i30snk19ry cja1ten1jc : i30snk19ry cja1ten1jc
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
#ঘরে_থাকুন, নিরাপদ থাকুন! নিয়মিত হাত পরিষ্কার করুন, অন্যের সংস্পর্শ এড়িয়ে চলুন, সচেতন থাকুন।

কেরানীগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে

 

ঢাকার কেরানীগঞ্জে একটি চিপস কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেরানীগঞ্জের ধলেশ্বরী বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসাইন ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

এরশাদ হোসাইন বলেন, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে কেরানীগঞ্জের বেড়িবাঁধ এলাকার একটি টিনশেড চিপস কারখানায় আগুন লাগার খবর আসে। ৭টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে যায়। পর্যায়ক্রমে আরও সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি বলে জানান তিনি।

সারাদেশ/আবির

About Author

শেয়ার করুন

Facebook Comments

আরো সংবাদ পড়ুন