ঘন ঘন লোডশেডিং এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এর দাবিতে সিলেটস্থ দিরাই ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে শনিবার কুলঞ্জ ইউনিয়নের আকিলশাহ্ বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঝুমান আহমেদ এর সভাপতিত্বে এবং আজাদ মোবারকের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাজার কমিটির কোষাধ্যক্ষ মঈনুল হক,ব্যবসায়ী মোর্শেদ আহমেদ,সাবেক ইউপি সদস্য আব্দুল আলী,সমাজসেবক এমদাদ হোসেন,জাহেদ, লিটন দেউয়ান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সহ-ক্রিড়া সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ,সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নাঈম মোবারক,সহ-কৃষি বিষয়ক সম্পাদক ফাহিম আহমেদ,সোহেল মিয়া,হারুন- রশীদ,শাহজাহান, ইমন, শুভ, আকাশ,শাকিল,সোহান,জাহান,রিফাত চৌধুরী,শফিকুল ইসলাম স্বপন,মহিম,শাওন,আকমল,ইমাদ,রিদয়,আবুল খায়ের,সুমন,শিমুল,সাংবাদিক সাজু আহমেদ প্রমুখ ।
Facebook Comments